রাজ্যের প্রায় ২৫০০ পেট্রল পাম্প বন্ধ ধর্মঘটের জেরে , ভোগান্তি পৌছলো চরমে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পাম্প মালিকদের ধর্মঘটের জের। সমস্ত পেট্রল পাম্প বন্ধ রয়েছে আজ মঙ্গলবার সকাল থেকেই । ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন এই ধর্মঘটের ডাক দিয়েছে আগামীকাল বুধবার ভোর ৬টা পর্যন্ত । যার ফলে বন্ধ হয়ে পড়েছে রাজ্যের প্রায় ২৫০০টি পেট্রল পাম্প । চরমে সাধারণ মানুষের ভোগান্তিও। এর আগে ধর্মঘটের ডাক দিয়েছিল মূলত ট্যাঙ্কার মালিকরা । এবার ধর্মঘটের ডাক দিয়েছে পাম্প মালিকরা। তারা ধর্মঘটের ডাক দিয়েছে কমিশন বৃদ্ধি-সহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে। যার ফলে ব্যাপক প্রভাব পড়তে চলেছে গণপরিবহণের ওপরই। তবে ধর্মঘটীদের দাবি আগে থেকে এই ধর্মঘটের ঘোষণা করা হয়েছিল বলে।

পাম্প মালিকদের আরও দাবি,তাঁরা কমিশন পাচ্ছেন না পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি পেলেও সেই অনুযায়ী। এরপর রাজ্য সরকারের কাছে সেই দাবি জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলেই পাম্প মালিকদের দাবি। তারপরেই অবশেষে ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের।যদিও সকাল থেকে খোলা থাকতে দেখা গিয়েছে ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের অধিকাংশ পাম্প। তবে ভারত পেট্রোলিয়ামের পাম্পগুলি বন্ধ রয়েছে। যদিও ধর্মঘটীদের তরফে জানানো হয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে জ্বালানি সরবরাহ করা হবে বলেও।এদিকে আজ ফের আরও এক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে রাজ্য সরকারের সঙ্গে। তবে এই আলোচনায় কোনও সুরাহা হয় কিনা সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *