শিলিগুড়িতে চালু হল দুয়ারে ভ্যাকসিন প্রকল্প

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লকডাউন পর থেকেই। এবার দুয়ারে ভ্যাকসিন প্রকল্প শুরু হল শিলিগুড়িতেও। তার জন্য মূলত তৈরি হয়েছে ভ্যাক্সিনেশন টিম।যারা ভ্যাকসিন কেন্দ্রে যেতে পারছেন না তাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে এই বিশেষ টিমের মাধ্যমে। এমনকি এর আগেও সরকারকে দেখা গেছে জনগণের কাছে দুয়ারে রেশন ও নানা সুযোগ-সুবিধা পৌঁছে দিতে।

মঙ্গলবার পতাকা নাড়িয়ে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচির সূচনা করেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসন মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, যারা বাড়ির বাইরে বেরোতে অক্ষম তাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিনেশনের সুযোগ-সুবিধা দান করা হবে আমাদের ভ্যাকসিনেশন টিমগুলির বিশেষ সহযোগিতায়।এর জন্য আলাদা করে কোনো অর্থ দিতে হবে না। আপাতত ১৮ বছরের উর্ধ্বে যারা ভ্যাকসিন নিতে পারেননি তাদের প্রথম ডোজ কমপ্লিট করা হবে এই দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের মাধ্যমেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *