অনুমতি দেওয়া হল ৭ম বেতন কমিশন এর মহারাষ্ট্রের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এবার অপেক্ষা করছে খুশির খবর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য ৷ মহারাষ্ট্রের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এবার অপেক্ষা করতে চলেছে আনন্দের সময়৷ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বে নগর নিগম, নগর পরিষদ এবং নগর পঞ্চায়েতের জন্য অনুমতি দিয়ে দেওয়া হয়েছে সপ্তম বেতন কমিশনের সুপারিশে৷ ফড়নবীশের তত্ত্বাবধানে হওয়া ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে , এই সপ্তম কমিশনের সুপারিশ ২৬টি নিগম এবং ৩৬২টি নগর পঞ্চায়েত, নগর পরিষদে লাগু হবে৷ তবে বৃহত্তর মুম্বাই এর আওতায় আসবে না ৷

জানা গিয়েছে, ৪০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই নিগম, নগর পরিষদ এবং নগর পঞ্চায়েতের কর্মচারী এবং পেনশেনভোগীদের জন্য ৷ ২০১৬-২০১৯-এর বকেয়া আগামী পাঁচ বছরে বার্ষিক কিস্তিতে তাদের দেওয়া হবে৷ তবে পে স্কেল নির্ভর করবে নগর নিগমের শ্রেণির ওপর৷ রাজনৈতিক মহলের একাংশের মতে ফড়নবীশ সরকারের এই সিদ্ধান্ত ভালো প্রভাব ফেলতে পারে বিধানসভা নির্বাচনে৷ তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম বেতন বৃদ্ধি এবং ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে ৷

এছাড়া আরও মনে করা হচ্ছে, দীর্ঘদিন যাবৎ চলে আসা এই সব দাবি নিয়ে খুব শীঘ্রই কোনও খুশির খবর শোনাতে পারে মোদী সরকার৷ কারণ রেলওয়ে ট্রেড ইউনিয়নের নির্বাচনও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন পায়৷ এই বেতন বাড়িয়ে ২৬ হাজার করে দেওয়ারও দাবি তোলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *