অফিস টাইমে গুলি চলল জনবসতিপূর্ণ এলাকায় চলন্ত বাসে , আতঙ্ক ছড়ালো বালিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মঙ্গলবার সকালে গুলি চলল অফিস টাইমে চলন্ত বাস লক্ষ্য করে। জনবসতিপূর্ণ এলাকায় একটি এসি বাস লক্ষ্য করে গুলি চলে কলকাতার অপর পারে হাওড়ার বালি এলাকার লালবাড়িতে। তবে যাত্রীদের দাবি, ওই সময় কোনো অঘটন ঘটেনি বাসে কেউ দাঁড়িয়ে না থাকায়। গুলিটি সশব্দে ভিতরে ঢুকে যায় বাসের জানলার কাঁচ ভেঙে। মুহূর্তে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের যাত্রীদের মধ্যে । বাসটি থামতেই যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনা জানাজানি হতেই।

সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ এস ২৩ রুটের সরকারি এসি বাসটি রাজচন্দ্রপুর থেকে বিধাননগর যাচ্ছিল। যাত্রীদের দাবি বালির লালবাড়ি এলাকায় জিটি রোডের ওপর বাসের একটি কাচ ভেঙে যায় গুলির বিকট শব্দের জেরেই । জানা গেছে পরপর দুটি গুলি চলেছে বলেই। খবর যায় বালি থানায়। যদিও গুলির শিসা বা খালি কার্তুজ, কিছুই পাওয়া পায়নি পুলিশ এসে বাসটি এবং ওই এলাকায় তল্লাশি চালালেও। আপাতত সত্যি ঘটনা জানতে বালি থানার পুলিশ সিদ্ধান্ত নিয়েছে বাসটির ফরেন্সিক পরীক্ষা করার। তবে বিশেষজ্ঞদের ধারণা কোনো গুলি চলেনি, বাসের কাঁচ ভেঙেছে কোনও পাথর বা ইটের আঘাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *