অবশেষে অপেক্ষার অবসান, বিদ্যুতায়িত হল বনগাঁ-পেট্রাপোল রেল লাইন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘ অপেক্ষার পর বনগাঁ-পেট্রাপোল রেলপথ বিদ্যুতায়িত করা হল অবশেষে। এমনই জানা গেল পূর্ব রেল সূত্রে। মূলত পেট্রাপোলে স্টেশন থাকা সত্ত্বেও খুব বেশি একটা ট্রেন যাতায়াত করে না ওই সেকশনে। পূর্ব রেলের ওই লাইন ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র কয়েকটি মালগাড়ি ও বন্ধন এক্সপ্রেসের জন্যই।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিঙ্গল লাইন সেকশনটিকে (৪.১৬৭ কিমি পথ) বিদ্যুতায়িত করার কাজ সম্পন্ন করা হয়েছে মাত্র দু’মাসের মধ্যেই। এর ফলে ব্যাপক সুবিধা হবে স্থানীয় বাসিন্দাদেরই৷ ভবিষ্যতে যাতায়াত করতে পারবে লোকাল ট্রেন ও আরও বেশি পরিমাণে মালগাড়িও। পেট্রাপোল অঞ্চলে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন । এলাকায় স্টেশন থাকা সত্ত্বেও তাঁরা বনগাঁ থেকে পেট্রাপোল যাতায়াত করেন অটো করেই। এর পাশাপাশি যাঁরা সীমান্ত পেরিয়ে ওপারে অর্থাৎ বেনাপোল হয়ে বাংলাদেশে যান ওই অটোই তাঁদেরও একমাত্র ভরসা। যখন মূলত শিয়ালদহ সেকশনটিকে বিদ্যুতায়িত করা হয় তখন এই অংশটুকু বাদ ছিল। ২০০১ সাল থেকে এই লাইন দিয়ে মালগাড়ি যাতায়াত করছে ভারত-বাংলাদেশের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *