অবশেষে গ্রেপ্তার হল সাধারণতন্ত্র দিবসে লালকেল্লা তাণ্ডবের ‘মূল চক্রী’ দীপ সিধু

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে দিল্লি পুলিশ গ্রেপ্তার করল পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দীপ সিধুকে । মঙ্গলবার আজ সকালে তাঁকে গ্রেফতার করেছেন দিল্লি পুলিশের বিশেষ বিভাগের অফিসাররা । তাঁর বিরুদ্ধে লালকেল্লায় হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে ২৬ জানুয়ারি কৃষকদের ট্র্যাকটর মিছিল চলাকালীন। দিল্লি পুলিশ এমনকি ১ লাখ টাকা পুরষ্কারেরও ঘোষণা করেছিল কেউ দীপ ও তাঁর তিন সঙ্গীর খবর দিতে পারলে।

প্রথম থেকেই পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে অভিযোগ ওঠে সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার গম্বুজে পতাকা লাগানোর ঘটনায়৷ তবে শুধু দীপ নয়, শোনা যায় এই ঘটনার সঙ্গে জড়িত আছে এমনকি গ্যাংস্টার লাক্কা সাদনাও৷ দিল্লি পুলিশের কাছে এফআইআর-এ দায়ের হয় এমনকি দু’জনের নামে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক পোস্ট ও ভাষণের মাধ্যমে কৃষকদের উসকানি দেওয়ার অভিযোগ ওঠে ২৬ জানুয়ারির আগে থেকেই৷ গত বছর কৃষক আন্দোলনে শামিল হন সিধু ।প্রসঙ্গত ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষি আইনবিরোধী বিক্ষোভে শামিল হন এমনকি অনেক শিল্পী, সংস্কৃতি কর্মীরাও।ওই বিক্ষোভে সিধুওধর্নায় বসেন কৃষকদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *