অবশেষে লালবাড়ির লড়াই শুরু হতে চলেছে মহানগরে! তৃণমূলের প্রার্থী চমক, ভোটযুদ্বে থাকছে ৬ বিধায়ক-১ সাংসদও!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে কলকাতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ। এমনকি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বামফ্রন্টও। আর ঠিক এরপরেই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। আর এই তালিকায় তৃণমূলের ৬ বিধায়ক ও একজন সাংসদের নামও উঠে এসেছে। বিশেষ সূত্রের খবর, এই ছয় বিধায়ক ও এক সাংসদের নাম প্রার্থী হিসেবে বাছাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ।

প্রার্থী তালিকা অনুযায়ী,এবারের পুরভোটে লড়বেন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অতীন ঘোষ ও দেবব্রত মজুমদারের মতো নেতারা । মূলত এঁরা প্রত্যেকেই বিধায়ক নির্বাচিত হয়েছেন একুশের ভোটে। এবার এই চারজনকে প্রার্থী করা ছাড়াও তৃণমূল কাউন্সিলর ভোটের লড়াইয়ে নামিয়েছে আরও দু’জন দলীয় বিধায়ককে। তাঁরা হলেন পরেশ পাল ও রত্না চট্টোপাধ্যায়। এছাড়াও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ও পুরভোটে লড়াই করবেন। তবে এক ব্যক্তি, এক পদের নীতিতে তাঁরা পরবর্তীকালে কোন পদে থাকবেন অবশ্য তা সময়ই বলে দেবে। তবে ঘাসফুলের চমক রয়েছে নতুন মুখের। পুরনোদের উপর আস্থাও রয়েছে একই সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *