অভিযোগ উঠল গোপনীয়তা ভঙ্গের , রবীন্দ্রভারতীর অধ্যাপক-অধ্যাপিকারা সরলেন পরীক্ষা ব্যবস্থা থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চরম জটিলতা তৈরি হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অন্তর্বর্তী সেমেস্টার পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ঘিরে। আরও অভিযোগ উঠেছে , এক অধ্যাপক বাইরের মানুষের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করেছেন অনলাইনে উত্তরপত্র মূল্যায়নের জন্য। সেই কারণেই সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক-অধ্যাপিকারা সিদ্ধান্ত নিয়েছেন গোটা পরীক্ষা ব্যবস্থা থেকে সরে যাওয়ার জন্যই । গতকাল পড়ুয়াদের একাংশ উপাচার্যের কাছে চিঠি দিয়েছেন এই জটিলতার বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(UGC) -র গাইডলাইন মেনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ৫০ শতাংশ অভ্যন্তরীণ মূল্যায়ন ও ৫০শতাংশ পূর্ববর্তী সেমেস্টারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অন্তর্বর্তী সেমেস্টার পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। সেই সিদ্ধান্তের ভিত্তিতে ইতিমধ্যেই হয়ে গেছে প্রতিটি বিভাগে স্নাতকের দ্বিতীয়, চতুর্থ ও স্নাতকোত্তরের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষাও। চূড়ান্ত সেমেস্টারের মতো এমনকি অনলাইনে নেওয়া হয়েছে অন্তর্বর্তী সেমেস্টারের পরীক্ষাও। বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষকদের কাছে পাসওয়ার্ড পাঠানো হয়েছে অনলাইনে পরীক্ষার পোর্টালে জমা পড়া উত্তরপত্র মূল্যায়নের জন্য।বিপত্তি বাধে ইংরেজি বিভাগের অধ্যাপকদের কাছে মেলে সেই গোপন পাসওয়ার্ড পাঠাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *