অ্যান্টিজেন টেস্ট চালু হল শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অ্যান্টিজেন টেস্ট ইতিমধ্যেই চালু হয়েছে শিলিগুড়িতে। এর ফলে আরও দ্রুত পাওয়া যাবে কোরোনা পরীক্ষার ফলাফল। শিলিগুড়ি জেলা হাসপাতালে রাখি বন্ধন উৎসবে যোগ দিতে এসে দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য এও বলেন, “দু’হাজার ছাড়িয়েছে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা।ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। আগামীদিনে আরও বাড়বে এই সংখ্যা। এই পরিস্থিতিতে আমরা জোর দিচ্ছি উপসর্গহীন এবং অল্প উপসর্গযুক্তদের বাড়িতে রেখে চিকিৎসার উপরই। অ্যান্টিজেন টেস্টও চালু করা হয়েছে শিলিগুড়িতে। এর ফলে কয়েক ঘণ্টার মধ্যে দ্রুত টেস্টের ফলাফল পাওয়া যাবে। যার ফলে সম্ভব হবে বেশি সংখ্যক আক্রান্তের সোয়াবের নমুনা পরীক্ষা করাও৷ এছাড়াও চিকিৎসার আওতায় আনা যাবে তাদের। ”

তিনি আরও জানান, ” কয়েকজন রোগীর মৃত্যু হলেও শিলিগুড়িতে সুস্থতার হার প্রায় ৯৮%। মানুষের ভয়ের কোনও রকম কারণ নেই। তাদের বের হয়ে আসতে হবে উদ্বেগ দূরে সরিয়ে রেখেই। দিলে দ্রুত চিকিৎসা পরিষেবা নিতে হবে উপসর্গ দেখা দেওয়া মাত্রই।” তিনি এও বলেন, জোর দেওয়া হচ্ছে এমনকি জেলায় আরও কোরোনা সেফ হোম এবং আইসোলেশন সেন্টার তৈরির ক্ষেত্রেও। পাশাপাশি,অ্যান্টিজেন টেস্ট শুরু করার প্রক্রিয়া চলছে ব্লক স্তরেও। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *