অ্যামাজন ওষুধ বেচবে অনলাইনে , ভারতে আসছে চলেছে খুব শিগগিরি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার ওষুধও বিক্রি করতে চলেছে ইকমার্স সংস্থা অ্যামাজন। বাড়িতে প্রয়োজন মতো ওষুধ পৌঁছে যাবে অনলাইনে বুক করলেই। ই-কমার্স প্ল্যাটফর্মটির তরফে আজ শুক্রবার বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে, শিগগিরই তারা এই পরিষেবা শুরু করবে ভারতের বাজারে।অ্যামাজনের তরফে এও বলা হয়েছে, শুরুতে এই পরিষেবা চালু হবে বেঙ্গালুরুতে। তারপর আস্তে আস্তে দেশের অন্য মেট্রো শহরগুলিতে ‘অ্যামাজন ফার্মেসি ছড়িয়ে পড়বে।’ তবে ঠিক কোন মাসের কত তারিখে এই সার্ভিস শুরু করা হবে অ্যামাজন কর্তৃপক্ষ সে ব্যাপারে কিছু খোলসা করেনি।

প্রেসক্রিপশনের ওষুধ ছাড়াও অ্যামাজন ফার্মেসি থেকে পাওয়া যাবে মেডিক্যাল সামগ্রী, আয়ুর্বেদিক ওষুধও। মূলত অ্যামাজন এই পরিষেবা শুরু করছে ওয়ালমার্টের সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে প্রতিযোগিতাতেই। তা ছাড়া ভারতের বাজারে অ্যামাজনকে লড়তে হবে মুকেশ আম্বানির জিও মার্টের সঙ্গেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *