আমাজন ইন্ডিয়া অনলাইন ক্লাস শুরু করল জ়য়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতির জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার অনলাইন মার্কেটিং সংস্থা অ্য়ামাজন প্রশিক্ষণ দেবে জ়য়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য ৷ সংস্থার তরফে একথা জানিয়ে বলা হয়েছে, আমাজন ইন্ডিয়া ট্রেনিং শুরু করতে চলেছে দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক কলেজ় এন্ট্রান্স পরীক্ষার জন্য৷ ‘ পড়ুয়ারা এই অনলাইন ক্লাসে অংশ গ্রহণ করতে পারবেন আমাজন একাডেমী ’ নামে ওয়েব সাইট ও মোবাইল এপ্লিকেশন এর মাধ্যমে৷

সংস্থার পক্ষ থেকে এও বলা হয়েছে, এই প্রশিক্ষণ নেওয়া যাবে অ্য়ান্ড্রয়েড স্মার্ট ফোন ও ওয়েব সাইট আকারে আমাজন একাডেমী থেকেও৷ যেখানে পড়ুয়াদের পড়াশোনার জন্য করা হবে তথ্য ,অনলাইন লেকচার এবং সহায়তা প্রদানও৷ যার মাধ্যমে পড়ুয়ারা তৈরি হতে পারবেন জ়য়েন্ট এন্ট্রান্সের জন্য। সংস্থার পক্ষ থেকে আরও আশ্বাস দেওয়া হয়েছে পড়ুয়ারা ভারতের প্রথমসারির ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে বলেও৷ এই মুহূর্তে আমাজনের apps -এ একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে অনলাইন ক্লাসের এই পরিষেবা ৷ যা চালু থাকবে আরও কয়েকমাস পর্যন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *