আর্থিক মন্দার বাজারে নিজের আর্থিক সুরক্ষার ব্যাপারে মাথায় রাখুন কয়েকটি শর্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বেশ কিছু অর্থনৈতিক রিপোর্ট ইতিমধ্যেই সূচিত করেছে দেশের আর্থিক পরিস্থিতির বেহাল দশা ৷ গত কয়েকদিনে শেয়ারবাজারের সূচকও বেশ কিছুটা নিচে নেমে এসেছে ৷এর ফলে এই বিষয়ে দেশকে সতর্ক করতে দেখা গিয়েছে বেশ কিছু অর্থনীতিবিদকেও ৷ ব্যক্তিগত ভাবে নিজের সম্পদ সুরক্ষিত রাখার জন্যও ব্যক্তিগত ভাবেও সতর্ক হওয়াও জরুরি ৷ তার জন্য এই পরিস্থিতিতে কয়েকটি শর্ত মাথায় রেখে চলা উচিত৷

প্রথমত,শেয়ার বাজার নেমে যাচ্ছে এই ভেবে যদি আপনি আপনার এসআইপি বন্ধ করেন তবে সেটা হবে চরম ভুল সিদ্ধান্ত ৷ কারণ সূচক যখন তলায় নেমে আসে তখনই কম দামে বেশি শেয়ার কেনার সুযোগ আসে ৷ তবে যে সব শেয়ারের দাম খুব বেশি ওঠানামা করছে সে ক্ষেত্রে বিরত থাকা উচিত সেগুলি কেনা থেকে৷

দ্বিতীয়ত, সম্পত্তি কেনা থেকেও বিরত থাকা উচিত আর্থিক মন্দার বাজারে ৷ যেহেতু এই সময় বিভিন্ন বিল্ডার্সরা বাড়ি অথবা ফ্ল্যাট কেনার জন্য ছাড় এবং সহজে ঋণের ব্যবস্থার কথা বলবেন৷ কিন্তু গত এক বছর ধরে তেমন ভাল যাচ্ছে না বাড়ির বাজারটা ৷

তৃতীয়ত এই ধরনের অনিশ্চিত বাজারে সোনা কেনা যেতে পারে৷ দেখা যায় এই ধরনের সময় যখন শেয়ার বাজার বা বাড়ির দাম ক্রমশ পড়তে থাকে সেই সময় সোনার দাম বাড়ে দ্রুত গতিতে ৷ তবে সোনার অংলকার কেনার পরিবর্তে একেবারে বিশুদ্ধ সোনা অথবা গোল্ড ইটিএফ কেনা উচিত৷ কারণ সোনার অলংকারের দামের বেশ কিছুটা অংশ রয়ে যায় সোনার মজুরিতে, যারফলে তুলনায় অনেক কম দাম পাওয়া যায় সোনার অলংকার বেচার সময় ৷

চতুর্থত: এই মন্দার বাজারের চাকরি চলে যেতে পারে যে কোনো মুহূর্তে অথবা ব্যবসারও ঝাঁপ প্রায় বন্ধ হতে পারে ৷ সেই কারণে আগামী বেশ কিছুদিন তেমন পরিস্থিতির সৃষ্টি হলে যাতে মোকাবিলা করা যায় তার জন্য বিশেষ তহবিল রাখা দরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *