উত্তরপ্রদেশ কেঁপে উঠল ভূমিকম্পের জেরে , ৫.০ মাত্রা রিখটার স্কেলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের ভূমিকম্প অনুভূত হল দেশে। দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্ত কেঁপে উঠছে পর পর ভূমিকম্পে। এবার ভূমিকম্প আঘাত করল উত্তর প্রদেশে। জানা যাচ্ছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.০।জানানো হয়েছে এই ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তর প্রদেশের ফতেহপুরে।এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল লখনউ থেকে ৫৯ কিমি দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি গভীরে ভূমিকম্প আঘাত হানে বলে খবর মিলেছে। এই ভূকম্পন অনুভূত হয় মঙ্গলবার সকাল ৯ টা বেজে ৫৫ মিনিট ৫ সেকেন্ডে ।তবে কোনও রকম ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। বা সামনে আসেনি কোনও আহত অথবা নিহত হওয়ার খবরও।

প্রসঙ্গত , এর আগে লাদাখে ভূমিকম্প হয় রবি ও সোম পর পর দুদিন। চলতি মাসের প্রথম সপ্তাহেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। বিশেষজ্ঞরা আরও বড়সড় ভূমিকম্পের বার্তাও দিয়েছেন এমনকি অদূর ভবিষ্যতেও। আশঙ্কা তৈরি হয়েছে একের পর মৃদু কম্পনের জেরে। এই কম্পনগুলি কম মাত্রার হলেও বিশেষজ্ঞরা বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন আগামী দিনেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *