এই ভুয়া অ্যাপগুলো এখনই আনইন্সটল করুন প্রতারণার হাত থেকে বাঁচতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্মার্টফোনের ব্যবহারকারীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি! আর গুগল আবারও প্লে স্টোর থেকে একাধিক ভুয়া অ্যাপ সরানোর সিদ্ধান্ত নিয়েছে এই দিকটি গুরুত্ব দিয়ে। পাশাপাশি আপনাকেও এই অ্যাপগুলো এড়িয়ে চলতে হবে প্রতারণার হাত থেকে বাঁচতে হলে।গুগল আরও বলছে, এবার প্লে স্টোর থেকে সরানো হয়েছে আরো ৮টি ভুয়া অ্যাপ। ফলে প্লে স্টোরে অ্যাপগুলো আর না থাকায় কেউ এগুলো নতুন করে আর ডাউনলোড করতে পারবে না। আরও জানা গেছে, হ্যাকাররা ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাতো এসব ম্যালিশিয়াস ক্রিপ্টোকারেন্সি মোবাইল অ্যাপের মাধ্যমে এবং সাবস্ক্রিপশন ফি চার্জ নিয়ে প্রতারণাও করত। এর ফলে গুগল গুগল অ্যাপগুলোকে ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্লে স্টোর থেকে।

এদিকে, ট্রেন্ড মাইক্রোর জানাচ্ছে, ১২০টিরও বেশি ভুয়া ক্রিপ্টোকারেন্সি অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে। যা গত এক বছরের বেশি সময় ধরে চুরি করেছে ৪,৫০০-এরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা!

এবার ভুয়া অ্যাপগুলোর নাম একবার জেনে নিন

MineBit Pro – Crypto Cloud Mining & btc miner
BitFunds – Crypto Cloud Mining
Bitcoin Miner – Cloud Mining
Crypto Holic – Bitcoin Cloud Mining
Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet
Bitcoin 2021
Daily Bitcoin Rewards – Cloud Based Mining System
Ethereum (ETH) – Pool Mining Cloud

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *