একাধিক ইভিএম বিকল চার জেলায়, কারচুপির অভিযোগ রাজ্যের শাসক দলের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইভিএম বিভ্রাট এর খবর এলো দ্বিতীয় দফার ভোটেও ! একাধিক কেন্দ্রে ইভিএম বিকল হয়ে পড়ার খবর মিলেছে বৃহস্পতিবার সকাল থেকেই৷ এখনও পর্যন্ত খবর মিলছে পূর্ব মেদিনীপুরের প্রায় ৫৬টি, পশ্চিম মেদিনীপুরে ৪৩টি, দক্ষিণ ২৪ পরগণায় ৪৫টি ইভিএম বিকল হয়েছে বলে। অভিযোগ সামনে এসেছে সব মিলিয়ে প্রায় ১৫০ টি ইভিএম খারাপ অবস্থায় রয়েছে বলে।

এদিন সকাল ৬.০৯ মিনিটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে প্রথম ইভিএম গোলমালের খবর আসে। ইভিএম খারাপ থাকার খবর এসেছে চন্ডীপুরে ১০৯, ১১০, ৯৬, ১৪ (বি), ১৫৩ (সি), ২৩২এ(ডি), ২৩১(বি), ২৩২(ডি), ২৩৩(এ), ৬৯(এ), ১৯৫(এ) বুথে। এই সব বুথে ভোটগ্রহণ শুরু করা যায়নি বেলা ১০ টা পর্যন্ত। তারপর খবর মেলে নন্দকুমার কেন্দ্রেও ইভিএম বিকল হয়েছে বলে। ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর, সবং, পিংলা, নারায়ণগড় থেকে। ইভিএম খারাপ হওয়ার অসংখ্য অভিযোগ এসেছে এমনকি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, এই তিন বিধানসভা কেন্দ্র থেকেই।

এদিকে,রাজ্যের শাসক দলের অভিযোগ চণ্ডীপুর বিধানসভার চৌখালির ১৩১ নং বুথে ইভিএমে কারচুপিরও। তৃণমূলে ভোট দিলে বিজেপিতে যাচ্ছে সেই ভোট। এছাড়াও তৃণমূল ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে হলদিয়া বিধানসভার একাধিক বুথে। এদিন পর পর দুটি টুইট করেন সায়ন্তিকা। তৃণমূলের তারকা প্রার্থী বলছেন, “চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *