এবার থেকে ভিডিও-অডিও কল করা যাবে Gmail Open করেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :বিশ্বব্যাপী বেড়েছে Gmail এর ব্যবহার , বিশেষ করে করোনাকালে। অফিস কিংবা ব্যক্তিগত কাজ, আজকাল অনেকাংশেই Gmail এর উপর নির্ভরশীল হতে হচ্ছে প্রযুক্তি নির্ভর পরিষেবাগুলোতে। তাছাড়া Google Meet কিংবা Zoom Meeting থেকে শুরু করে Android ফোন ব্যবহারকারীদের যেন এক মুহূর্তও চলে না Gmail ছাড়া! এতদিন শুধু ভিডিও কল করা যেত Google Meet, Zoom Meeting বা WhatsApp এর মতো নানান প্লাটফর্মের মাধ্যমে। এখন থেকে আপনি চাইলে Voice কিংবা Video Call এর কাজটি সেরে নিতে পারবেন Gmail চ্যাটের সাহায্যেও! আর এই ফিচারটি পাওয়াযাবে ডেস্কটপ, ল্যাপটপ ও অ্যান্ড্রয়েড ফোনসহ অন্যান্য যেকোনো ডিভাইসে !

সহজ কথায়- এতকাল ভয়েস কলের জন্য Google Meet ব্যবহার করলেও এখন থেকে ভিডিও কলের কাজটি সেরে নেওয়া যাবে Gmail Open রাখলেই । ফিচারটি সম্পর্কে Google এও জানিয়েছে, Gmail-এ নতুন এই ফিচার যুক্ত হবে আসছে নভেম্বরে। অর্থাত্‍ ভিডিও ও ভয়েস কল করা যাবে Gmail Open করেই! Google আরো জানায়, এই ফিচারে যেকোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তাতে ডায়াল করলেই রিং হবে তার ফোনে। অপর প্রান্তের Gmail ব্যবহারকারী এ কলের উত্তর দিতে পারবেন যেকোনো স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোন থেকে ।আর এতসব সুবিধা খুব দ্রুতই ভোগ করতে পারবেন Gmail ব্যবহারকারীরা। এটুকু সময় ধৈর্য্য ধরতেই হচ্ছে তার আগে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *