এবার ‘পাড়ায় শিক্ষালয়’ পরিকল্পনা কলকাতা পৌরনিগমের পক্ষ থেকেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শিক্ষকরা পড়ুয়াদের দুয়ারে পৌঁছবেন পৌর স্কুল বন্ধ থাকলেও।কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই পরিকল্পনা বাস্তবায়ন করবে দ্রুততার সঙ্গে বৈঠক করে। শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা এমনটাই জানিয়েছেন৷এ দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলি মূলত বন্ধ হয়ে গিয়েছিল করোনা সংক্রমণের দাপট শুরু হওয়ার পরই৷ এরপর নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য গতবছর স্কুল খুললেও প্রায় দু’বছর হতে চলল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা স্কুলের মুখ দেখেনি৷ দেশে দৈনিক সংক্রমণ যখন ৩ লাখের উপর, রাজ্য সরকার এই পরিস্থিতিতে স্কুল খোলার পরিকল্পনা করছে না৷ তার পরিবর্তে পড়ুয়াদের কাছে পাঠানো হবে স্কুলের শিক্ষকদেরই৷ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন , ‘পাড়ায় শিক্ষালয়’ নামে একটি প্রকল্প শুরু হবে আগামী ৭ জানুয়ারি থেকে৷ এলাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াবেন এমনকি শিক্ষক শিক্ষিকারাই ।

এবার কলকাতা পৌরনিগম হাঁটতে চলেছে ঠিক একই পথে। পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপ সাহা জানান খুব তাড়াতাড়ি পৌর প্রাথমিক স্কুলের শিক্ষকরা এলাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়ানো শুরু করবেন বলেও। কলকাতায় পৌরনিগমের ১৪৪ টি ওয়ার্ডে ২৪০ টি পৌর প্রাথমিক স্কুল রয়েছে। শিক্ষকের সংখ্যা ৭৫০ জন এবং প্রায় ১৮ হাজার বেশি ছাত্র-ছাত্রী রয়েছে । যাঁরা সকলেই বাড়িতে বসে রয়েছেন দীর্ঘ সময় ধরেই৷ দীর্ঘদিন ধরে বাড়ি বন্দী থাকা মূলত খারাপ প্রভাব ফেলে শিশু মনের উপরই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *