ওষুধের দাম ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মধ্যবিত্তের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে কারণ রান্নার গ্যাস, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি তো ছিলই, এবার তার সঙ্গে একই সাথে মহার্ঘ হতে চলেছে ওষুধ এর মূল্য। ওষুধের খরচের জন্য মধ্যবিত্তের পকেটে টান পড়বে নতুন অর্থবর্ষে। ওষুধপত্রের দাম বাড়ছে এপ্রিল মাস থেকেই । কারণ ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি তেমন ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এর ফলে পরের মাস থেকেই মূল্য বৃদ্ধি হবে অ্যান্টিবায়োটিক, পেনকিলার এবং সংক্রমণ-রোধী ইত্য়াদি ওষুধের। মূল্য বৃদ্ধি করা হচ্ছে বার্ষিক হোলসেল প্রাইস ইনডেক্স অনুসারে ।

প্রতি বছরই মূলত ওষুধপত্রের মূল্য বৃদ্ধি হয়ে থাকে এই ভাবেই। বিশেষজ্ঞ মহলের একাংশের বক্তব্য, সম্প্রতি ১৫ থেকে ২০ শতাংশ হারে ওষুধ উৎপাদনের খরচ বেড়েছে ফলে এমন কিছু নতুন নয় এই মূল্যবৃ্দ্ধি। তাদের আরও ব্যাখ্যা, খরচ অনেকটাই বেড়েছে লকডাউনের সময়ে কাঁচামাল, প্যাকেজিং ইত্যাদিরও। তাছাড়া সমস্যার আর একটা প্রধান দিক হল চিন থেকে আসে ওষুধ তৈরির উপকরণের অনেকটাই। মোটামুটি ভারতের ওষুধ তৈরির সংস্থাগুলি চিনের উপর নির্ভরশীল ৮০ থেকে ৯০ শতাংশ হারে। এদিকে আবার চিন থেকে কাঁচামালের সরবরাহে ঘাটতি হয়েছে লকডাউনের কারণে । যারজন্য কিছু বেশি দাম দিয়ে অন্য জায়গা থেকে কাঁচা মাল কিনতে হয়েছে এবং এমন অবস্থায় চিনও সুযোগ বুঝে ১০ থেকে ২০ শতাংশ হারে কাঁচামালের দাম বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের উপরেই এসে পৌছে যাচ্ছে উৎপাদন খরচের প্রবল চাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *