করোনা গ্রাফ ক্রমশ উর্ধমুখি কেরলে , প্রশ্নের মুখে রাজ্য সরকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যেভাবে ক্রমশ বেড়ে চলেছে কেরলে করোনা সংক্রমণের হার, তাতে কেরলের বিরোধী দল রয়েছে চরম উদ্বেগের মধ্যেই । জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এরজন্য দায়ী করছে একমাত্র রাজ্য সরকারের অসাবধানতাকেই। শুক্রবার ৩০ হাজার ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছে কেরলে , যা একটু কম গত দু’‌দিনের থেকে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা করে।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের মোট করোনা আক্রান্তের অর্ধেকই এখন কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ‘‌দেশের সমস্ত রাজ্যগুলির মধ্যে কেরল এমন একটি রাজ্য, যেখানে করোনার সক্রিয় কেস রয়েছে এক লক্ষের বেশি। অন্য চার রাজ্যে ১০ হাজার থেকে ১ লক্ষের মতো এবং বাকি ৩১টি রাজ্যেকোভিড সক্রিয় কেস রয়েছে ১০ হাজারের নিচে।’‌

একটি সাংবাদিক সম্মেলনে রাজেশ ভূষণ কেরলের করোনা পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে উদ্দেশ্য করে । তাঁর কথায়, ‘‌ বৃদ্ধি করতে হবে করোনা টেস্টের পরিমাণ।এমনকি কঠোরভাবে পর্যবেক্ষণ করা দরকার হোম আইসোলেশনে থাকা মানুষদেরও।বাড়িতেই আইসোলেশনে রয়েছে ৮০ শতাংশের বেশি করোনা পজিটিভ রোগী।’‌ কেরলের পাশাপাশি করোনা সংক্রমণের হার বাড়ছে এমনকি মহারাষ্ট্রেও। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে পাঁচ হাজার ১০৮ জন কোভিড আক্রান্ত হয়েছেন, যা কয়েকদিনের তুলনায় বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *