কলকাতার একাধিক বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালালো মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালাল আলু, পিঁয়াজ, সহ সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে৷ আরো অভিযোগ উঠেছে সরকারি টাস্কফোর্স দাম নির্ধারণ করে দিলেও ক্রেতাদের থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল বলেও৷কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল আজ অভিযান চালায় নিউ মার্কেট এলাকায়। পাইকারি ব্যবসায়ীরা পিঁয়াজ মজুত রাখতে পারবেন না ২৫ মেট্রিক টন অর্থাৎ ২৫ হাজার কেজির বেশি।এদিকে ২ মেট্রিক টন অর্থাৎ ২ হাজার কেজির বেশি পিঁয়াজ মজুত রাখতে পারবেন না বলেও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা খুচরো ব্যবসায়ীদের সতর্ক করেন৷ পাশাপাশি যাঁরা কোনও রসিদ ছাড়াই কেনাবেচা করছে সতর্ক করা হয় এমনকি তাঁদেরও৷

উল্লেখ্যেয়, পাইকারি বাজারে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। খুচরো বাজারে সেই পিঁয়াজই ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা । কিন্তু কোথাও কোথাও তা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ গতকাল জ্যোতি আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। চন্দ্রমুখীর দাম ঘোরাফেরা করেছে এমনকি ৪৬ থেকে ৫০ টাকার আশপাশে। সবজির দামও বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে। কোথাও কোথাও পটলের দাম কিলো প্রতি ছুঁয়েছে ৮০ টাকা। টম্যাটো বিক্রি হচ্ছে এমনকি কেজি প্রতি ৮০ টাকায় ৷ কাঁচা লঙ্কার দাম কোথাও ২০০টাকা কোথাও আবার ২৫০ টাকা কেজি ৷ ‌ঢ্যাড়সও বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা থেকে ৬০টাকা দরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *