কার্যত বুড়ো আঙুল স্বাস্থ্যসাথী কার্ডকে! অবশেষে রাজ্য সরকার শো-কজ করল সাত বেসরকারি হাসপাতালকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হাসপাতাল একরকম তার নিজের নিয়মে চলছে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো নিয়ম না মেনে। অবশেষে এবার রাজ্য সরকার কঠিন পদক্ষেপ করল বেসরকারি হাসপাতালে এই কার্ডের কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না,এমন অভিযোগের ভিত্তিতে। এমনকি শো-কজ নোটিসও ধরানো হল রাজ্যের সাতটি বেসরকারি হাসপাতালকে। এদিন সাতটি বেসরকারি হাসপাতালকে শো-কজ করেছে রাজ্য স্বাস্থ্য কমিশন। এমনকি অভিযোগ উঠেছে, তাঁরা একাধিক রোগী ফিরিয়ে দিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও। এই সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে কেন তাঁরা এভাবে সরকারি নির্দেশিকা অমান্য করেছে আগামী ৩ নভেম্বরের মধ্যে তার জবাব দিতে হবে। উল্লেখ্য, মঙ্গলবারই স্বাস্থ্য দফতর অ্যাডভাইজরি জারি করেছে স্বাস্থ্যসাথী নিয়ে।

নতুন এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড লাগবেই সমস্ত সরকারি হাসপাতালগুলিতে ভর্তির ক্ষেত্রেও । এমনকি এই নিয়ম মেনে চলতে হবে বেসরকারি হাসপাতালগুলিকেও, আর তা না হলে বাতিল হতে পারে এমনকি তাদের লাইসেন্সও। প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যার প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারি দেন। তিনি এও বলেছিলেন, শোনা গেছে স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না অনেক বেসরকারি হাসপাতালই নাকি। তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন সেইসব হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে চিহ্নিত করার জন্যও। প্রয়োজনে লাইসেন্স বাতিল করার কথাও তিনি বলেন। এদিকে স্বাস্থ্য দফতরও নয়া অ্যাডভাইজারি জারি করেছে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়াকড়ি করার কথা বলার পরদিনই।গত দেড় মাসে মূলত স্বাস্থ্য কমিশনে জমা পড়েছে স্বাস্থ্যসাথী কার্ডকে অবহেলাজনিত মোট ১০টি অভিযোগ। তার মধ্যে আগামী ৩ নভেম্বর শুনানি হবে সাতটি মামলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *