কেন্দ্র অবশেষে করোনা টিকার দাম বেঁধে দিল বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কেন্দ্রীয় সরকার করোনা টিকার সর্বোচ্চ দাম বেঁধে দিল বেসরকারি হাসপাতালগুলির জন্য ৷ ৭ জুন প্রধানমন্ত্রী ঘোষণা করেন নতুন ভ্যাকসিন নীতি৷ এতে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলিকে কেন্দ্র বিপুল লাভের সুবিধে করে দিচ্ছে, এই সমালোচনাও ওঠে এমনকি কেন্দ্রের বিরুদ্ধে৷ তাই এই সিদ্ধান্ত৷

প্রাইভেট হাসপাতালগুলির জন্য ভ্যাকসিনের প্রতিটি ডোজের সর্বোচ্চ মূল্য কোভিশিল্ড – ৭৮০ টাকা, কোভ্যাক্সিন – ১৪১০ টাকা ,রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক-ভি – ১১৪৫ টাক। কেন্দ্র রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে যেন কোনও প্রাইভেট হাসপাতাল নিতে না পারে ১৫০ টাকার বেশি সার্ভিস চার্জ৷ আর নিয়মিত নজরদারির ব্যবস্থা করতে বলেছে এ বিষয়ে৷ কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনকি কেউ এর চেয়ে বেশি দাম নিলে তার বিরুদ্ধেও৷

দেশে মূলত নতুন ভ্যাকসিন নীতি কার্যকরী হবে ২১ জুন, বিশ্ব যোগ দিবস থেকে৷ কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার থেকে ৭৫ শতাংশ ভ্যাকসিন কিনে নেবে, আর বেসরকারি হাসপাতালগুলির জন্য বরাদ্দ থাকবে ২৫ শতাংশ ভ্যাকসিন৷ নির্ধারিত দাম দিয়ে যাঁরা ভ্যাকসিন কিনতে পারবেন, এই ব্যবস্থা তাঁদের কথা ভেবেই৷ দেশের সব সরকারি হাসপাতালে এমনকি বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া যাবে সকলের জন্যই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *