কোনো চিনা সেনা নেই প্যাংগং লেকে, নতুন উপগ্রহ চিত্র ভারতের হাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে চিনা সেনার দখল থেকে মুক্ত হল প্যাংগং লেক। এমনই দাবি ভারতের। এই প্রেক্ষিতে কিছু উপগ্রহ চিত্র এসেছে নয়াদিল্লির হাতে। যে ছবি থেকে এটাই স্পষ্ট যে সরিয়ে নেওয়া হয়েছে এমনকি চিনা সেনার বোট, জেটি, সরঞ্জাম মজুত করার জায়গা। ১৬ই ফেব্রুয়ারি ভারতের হাতে এসে পৌঁছেছে এই ছবি।

আরও খবর মিলেছে প্যাংগং লেকের পাশ থেকে দুই পক্ষের সেনাই সরে এসেছে বলেও।রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিছুদিন আগে এও বলেন, “আমি হাউজকে আজ বলতে পেরে খুশি যে আমাদের আলোচনা ফলপ্রসু হয়েছে চিনের সঙ্গে। এখন আমরা একটি সিদ্ধান্তে আসতে পেরেছি প্যাংগংয়ের উত্তর ও দক্ষিণ তীর থেকে সেনা সরানো নিয়ে।”

কীভাবে এই সেনা সরানোর প্রক্রিয়া সম্পন্ন হল রাজনাথ সে কথাও জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, ভারত ও চিনের মধ্যে চুক্তি হয়েছে প্যানগং হ্রদের পাশ থেকে সেনা সরানো নিয়েও। উভয় পক্ষই সম্মতি দিয়েছে যে তারা বন্ধ করবে তাদের অগ্রসর হওয়া । চিন তাদের সেনা মোতায়েন রাখবে ফিঙ্গার ৮-এর পূর্ব দিকে উত্তর তীরে অঞ্চলে। অন্যদিকে ভারতীয় সেনা তাদের স্থায়ী ঘাঁটি করবে ফিঙ্গার ৩-এর কাছে ধন সিংহ থাপ পোস্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *