কোনো রকম ভাবে বাড়ছে না জিএসটি, জানালো কেন্দ্রীয় অর্থমন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই খবর রটেছে সরকার পণ্য পরিষেবা করা ( জিএসটি) বাড়াতে চলেছে আয় বৃদ্ধির জন্য৷ কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সে কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন৷ কারণ কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, কর বাড়ানোর ব্যাপারে কোনও রকম কথাই হয়নি পণ্য পরিষেবা পর্ষদ বা রাজ্য সরকারগুলির সঙ্গে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। সোমবার টাইমস নেটওয়ার্ক আয়োজিত ইন্ডিয়া ইকনমিক কনক্লেভে তিনি বলেছেন, জিএসটি আদায় কেমন করে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা চলছে রাজ্যগুলির সঙ্গেও। জিএসটি আদায় বাড়ানোর ব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে অনেক রাজ্যই৷ তাঁর আশা আগামী দিনে বাড়বে এই আদায়ের পরিমাণও।’প্রসঙ্গত, গত শুক্রবারও এক সাংবাদিক বৈঠকে সীতারামন একই রকম বার্তা দিয়েছিলেন। সেদিনও তাঁর বক্তব্য ছিল, জিএসটি বাড়ানো নিয়ে গুঞ্জন শুধু তাঁর অফিসই নেই, তা ছড়িয়েছে সর্বত্রই । তবে তিনি সেদিনও জানিয়েছিলেন, জিএসটি কাউন্সিলের বৈঠকে তাদের মধ্যে কোনও রকম আলোচনাই হয়নি এ নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *