কোভিশিল্ডের কারণেই কি মৃত্যু রাজ্যের ২ বাসিন্দার ? খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্যদফতর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এই রাজ্যে দুই জনের মৃত্যু হল করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের প্রথম ডোজ় নেওয়ার পরেই । জানা গেছে এই দুই জনই উত্তরবঙ্গের বাসিন্দা। তবে, এই করোনার ভ্যাকসিন নেওয়ার কারণে হয়েছে কি না, বিশেষজ্ঞদের একটি কমিটি তা খতিয়ে দেখছে। স্বাস্থ্যদফতর জানিয়েছে,উত্তরবঙ্গের বাসিন্দা দুই জনের মৃত্যু হয়েছে কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পরেই। মৃতদের মধ্যে একজন ৭৫ বছর বয়সি এক প্রৌঢ়া। তাঁর নাম পারুল দত্ত। তাঁর মৃত্যু হয়েছে ৮ মার্চ। অন্য জন বছর ৬৫-র এক বৃদ্ধ । নাম কৃষ্ণ দত্ত । ৯মার্চ তাঁর মৃত্যু হয়েছে।

এই বিষয় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, ” খুবই দুর্ভাগ্যজনক এই দুই জনের মৃত্যু। এই দুই জনের মৃত্যু হয়েছে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়ার পরেই। তবে, ভ্যাকসিনের কারণে এই দুই জনের মৃত্যু হয়েছে কি না, সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও বলেন, “প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মনে করা হচ্ছে, সম্ভবত এই দুই জনের মৃত্যু হয়েছে হৃদযন্ত্রের পুরানো সমস্যা এবং কাকতালীয় ভাবে ভ্যাকসিনের চরিত্রের কারণে। এই দুই জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বিশেষজ্ঞদের একটি কমিটি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *