ক্ষমতা দেখানোকে কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বোমার লড়াই সংঘটিত হল মালদায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ক্ষমতা প্রদর্শন কেন্দ্র করে বোমার লড়াই দুই গোষ্ঠীর মধ্যে ।আর তাতেই দুস্কৃতি তান্ডবের জেরে উত্তপ্ত হয়ে উঠলো মালদার আন্তর্জাতিক বাণিজ্যস্থল মোহদীপুর এলাকা। রাত থেকে এলাকা জুড়ে মুড়ি মুরকির মতো টানা বোমাবাজি চলে দুষ্কৃতীদের মধ্যে। এক দ্বাদশ শ্রেণীর ছাত্র সহ তিনজন আহত হয় এই বোমাবাজির ঘটনায়। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে সমগ্র এলাকায় ।থমথমে গোটা গ্রাম।আহতরা হলেন,সুমন ঘোষ(১৮) সে মোহদীপুরে উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র , বাকিরা হল মুকুল ঘোষ ও উত্তম ঘোষ।

স্থানীয় সূত্রে জানাগেছে,এলাকা জুড়ে বোমাবাজি শুরু হয়েছে রাত থেকেই ।রাতভোর বোমাবাজি চলতে থাকে এক নাগাড়ে। বৃহস্পতিবার সকাল থেকে ফের ক্ষমতা প্রদর্শনের লড়াই শুরু হয় দুই দুস্কৃতি গোষ্ঠীর মধ্যে ।এদিন সকালে বোমার আঘাত লাগে তিন গ্রামবাসীর।ঘটনায় আহতদের উদ্ধার করে পরিজনেরা ভর্তি করেন হাসপাতালে।এলাকার মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।আহতদের অভিযোগ,স্থানীয় বাসিন্দা স্বাধীন ঘোষ,সমীর ঘোষ,বচ্চন ঘোষ,সঞ্জয় ঘোষ সহ দলবল যুক্ত এই বোমাবাজির ঘটনার সঙ্গে।ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *