খেতে পাচ্ছি না, তাও ভাল লড়াই করে মরব’, সোনারপুরে বিক্ষোভ লোকাল ট্রেন চালুর দাবিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সকাল-সকাল বিক্ষোভ লোকাল ট্রেন চালুর দাবিতে ! সোনারপুর স্টেশনে প্রায় কয়েকশো মানুষের বিক্ষোভ দেখালো লোকাল ট্রেন চালু করা নিয়ে। এমনকি স্পেশাল ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেলো রুজি-রুটির টানে কলকাতায় আসা পরিচারিকা ও শ্রমিক শ্রেণির মানুষের বিক্ষোভের জেরে ।এদিন সকাল থেকেই সাধারণ মানুষ সোনারপুরে ট্রেন অবরোধ করেন ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে ও স্পেশাল ট্রেনে চড়তে দেওয়ার জন্য। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় এই তুমুল বিক্ষোভ, যার জেরে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয় যায় আপ ও ডাউন লাইনে।‌ ফলে তাদের কর্মস্থলে পৌঁছতে পারেননি জরুরি অবস্থার কর্মীরা। একাধিকবার আরপিএফ, জিআরপির তরফে তাদের অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানানো হলেও তাদের এই অবস্থান থেকে পিছু হটতে নারাজ প্রতিবাদকারীরা।

অবরোধকারীদের আরও বক্তব্য, ‘আমরা খেতে পারছি না। এভাবে না খেয়ে মরার চেয়ে অনেক ভাল লড়াই করে মরা।আমাদের ট্রেনে চড়তে দিতেই হবে। দূরত্ববিধি মানা সম্ভব হবে ট্রেনের সংখ্যা বাড়ালেই ।’এ বিষয়ে শিয়ালদহের ডিআরএম এসপি সিং জানিয়েছেন, ‘ ট্রেন চালাতে চাই আমরাও। ট্রেন চলবে রাজ্যের অনুমতি মিললেই। অত্যধিক চাপ রয়েছে শিয়ালদহ ডিভিশনে যার মধ্যে অত্যধিক ভিড় হয় বনগাঁর ট্রেনে। সেখানে মানা সম্ভব নয় সঠিক দূরত্ববিধি।ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার এমনকি সেখানেও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *