গরু পাচারকাণ্ড, আজ নিজাম প্যালেসে সিবিআইয়ের হাজিরার নির্দেশ রাজ্য পুলিশের ২ কর্মীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সিবিআইয়ের নজরে রাজ্য পুলিশের দুই কর্মী গরু পাচারকাণ্ডের ঘটনায়৷ খবর মিলেছে এদেরকে আজ মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলেও৷সিবিআইয়ের নজরে গরু পাচারকাণ্ডে রাজ্য পুলিশের যে ২ জন কর্মীকে তলব করা হয়েছে,এদের একজন হল এসআই৷ অপরজন এক কনস্টেবল৷ এদেরকে তলব করা হয়েছে গরু পাচারকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে৷ অভিযুক্ত ২ পুলিশকর্মীই মালদা সীমান্তে কর্মরত বলে সূত্রের খবর৷

এছাড়াও সিবিআইয়ের নজরে একজন ডিআইজি সহ বিএসএফের ৪ অফিসারও রয়েছে৷ তাদেরকেও ইতিমধ্যে নোটিস পাঠিয়েছে সিবিআই৷ এদেরকে অবশ্য কলকাতা নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে চলতি সপ্তাহেই৷ তাছাড়া আরও কয়েকজন কাস্টম অফিসারও রয়েছে সিবিআইএর বিশেষ নজরে৷

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা কেন্দ্ৰীয় অনুসন্ধান সংস্থা(সিবিআই) সূত্রে খবর, বিএসএফের যে ৪ জন অফিসারকে নোটিস পাঠানো হয়েছে ,একজন ডিআইজি , দু’জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট এবং একজন ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার অফিসার রয়েছেন তাঁদের মধ্যে৷এর আগে গরু পাচার কাণ্ডে সিবিআই ৭ ঘণ্টাজিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে বিএসএফ কমান্ডো সতীশ কুমারকে৷চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তাকে জেরা করেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *