চিকিৎসক-সহ রাজ্য পুলিশএর তরফ থেকে নিষেধাজ্ঞা জারি হলো দীপাবলিতে বাজি ফাটানোর ক্ষেত্রে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :জনতা কারফিউর দিন থেকে শুরু করে আজ পর্যন্ত করোনা মোকাবিলায় সবথেকে সামনে দাঁড়িয়ে যারা লড়াই করেছেন চিকিৎসক সহ চিকিৎসা মন্ডলীর কথা সর্বাগ্রে নাম উচ্চারিত করতে হয় তাদের মধ্যে। আর তারপরেই সেইসব যোদ্ধাদের নাম করতে হয় যারা কিনা রাস্তাঘাট বাজার সর্বত্র মুড়ে দিয়েছিলেন নিরাপত্তার চাদরে, তারা হলেন রাজ‍্য প্রশাসন‌। এবারও এই দুই প্রধান যোদ্ধাই মানুষকে সচেতনতার বার্তা দিলেন আসন্ন দীপাবলিতে আতশবাজি ও শব্দবাজি ফাটানোর বিরুদ্ধে শামিল হয়ে।

উল্লেখ্য , কিছুদিন আগেই সাধারণ মানুষ দূরত্ব বিধি কে উপেক্ষা করে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষে , এছাড়া কেনাকাটার জন্য দোকানে দোকানে ঘুরে বেরিয়েছেন এমনকি জরুরী সর্তকতা না নিয়েও। আর করোনার সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর হার রাজ্যজুড়ে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তার ফলস্বরূপ। সামনেই রয়েছে কালীপূজা,সেই উৎসবকে কেন্দ্র করে যে আতশবাজি ও শব্দ বাজি ফাটানো হয়, করোনায় আক্রান্ত রোগীদের শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যার সম্মুখীন হতে হবে‌ তার ধোঁয়ায়।শুধু তাই নয়, এমনকি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে কাজ করেন বিশেষত প্রশাসনও।তারাও ডিউটি করছে এমনকি দীর্ঘদিন ধরেও। বেশকিছু পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কিন্তু তারা আবার ডিউটি জয়েন করেছেন শারীরিক সুস্থতার পরে। আর ভয়ের কারণ থাকছে সেখানেই।কেননা তারা আবার আক্রান্ত হতে পারেন দ্বিতীয়বারের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *