জঙ্গি তৈরি হচ্ছে বর্ধমান-মুর্শিদাবাদের মাদ্রাসায়!এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কেন্দ্রীয় গোয়েন্দাসংস্থার রিপোর্টএ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বড় চেনা এই ছক । জামাতুল মুজাহিদিনের ধাত্রীগৃহ বাংলাদেশেও একই পথে কাজ করছে জঙ্গিরা । সেই দেশের গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে , চট্টগ্রামসহ বেশ কয়েকটি জায়গায় মাদ্রাসাগুলি হয়ে উঠেছে জঙ্গি প্রশিক্ষণের প্রধান আখড়া । সেই একই ছকএ কাজ করছে এই দেশের মাদ্রাসাগুলিও । সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দাসংস্থা যে রিপোর্ট এই রাজ্যে পাঠিয়েছে তাতে জানানো হয়েছে যে , বর্ধমান এবং মুর্শিদাবাদের বেশ কয়েকটি মাদ্রাসায় চলছে জঙ্গি দের প্রশিক্ষণ দেয় কাজ । সংসদে দাঁড়িয়ে এই গোয়েন্দা রিপোর্টের কথা এক রকম স্বীকার করে নিয়েছেন খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি।

গোয়েন্দা সূত্রে খবর, ভৌগোলিক অবস্থানের বিষয়টি মাথায় রেখেই বাছাই করা হত মাদ্রাসাগুলিকে । জঙ্গিরা এমন মাদ্রাসা গুলিকে বেছে নিচ্ছে যাতে সংশ্লিষ্ট জেলাতো বটেই, সেখান থেকে যাতে নিয়ন্ত্রণ করা যায় পার্শ্ববর্তী জেলার কার্যকলাপকেও । তারপর সেখানে দাওয়াতের মাধ্যমে প্রথমে চালানো হচ্ছে মগজধোলাই । তারপর দেওয়া হচ্ছে জেহাদি শিক্ষার পাঠ । শেষে শেখানো হচ্ছে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও IED তৈরির বিশেষে পাঠ ।সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি আরও বলেন, “বর্ধমান এবং মুর্শিদাবাদের বেশ কিছু মাদ্রাসাকে ব্যবহার করে জঙ্গিরা এখনও বেশ সক্রিয়। তারা নিয়োগ করছে নতুন সদস্যকেও । ওইসব গোয়েন্দা রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে এ রাজ্যেও । নিতে বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা ।” গোয়েন্দারা জানতে পেরেছেন , শুধু প্রশিক্ষণ দেওয়াই নয়, মাদ্রাসাগুলিকে ব্যবহার করা হচ্ছে জঙ্গিদের শেল্টার দিতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *