জন্ডিস থেকে বাঁচতে ভরসা রাখুন ফলেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জন্ডিস হলে না জানি কত কথা চিন্তা করে ফেলে রোগী থেকে শুরু করে রোগীর পরিবার৷ এবার তাদের নির্দিষ্ট কিছু ধারণাকে পাল্টে দিতে পারে কয়েকটি অজানা তথ্য ৷ প্রথমত জন্ডিস কোনও রোগ নয়, রোগের উপস্বর্গ মাত্র৷ রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় জন্ডিসের ফলে ৷ আর এর জেরে ত্বক, চোখের সাদা অংশ এবং অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ রং ধারণ করে৷ মানব দেহে রক্তের লোহিত কণিকাগুলো স্বাভাবিক নিয়ম মেনে ই একটা সময়ে ভেঙে গিয়ে বিলিরুবিন তৈরি করে৷ যা পরবর্তী কালে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সঙ্গে মিশে গিয়ে পরিপাকতন্ত্রে প্রবেশ করে৷ কোনও কারণে এই স্বাভাবিক প্রক্রিয়া বাধা প্রাপ্ত হলে জন্ডিস দেখা দেয়৷এক্ষেত্রে আরও একটা কথা জেনে রাখা ভালো লিভারের রোগই জন্ডিসের প্রধান কারণ। ভারত সহ প্রায় সারা বিশ্বেই হেপাটাইটিসের ভাইরাস জন্ডিসের অনন্যতাম প্রধান কারণ৷ তবে এই ধরনের লক্ষণ দেখা দিলে চিন্তার কোনও কারণ নেই৷ এর উপশম পেতে আপনার হাতেই রয়েছে সেই পথ ৷ ফলই বাতলে দেবে জন্ডিসের নিরাময় পদ্ধতি৷ প্রধানত জন্ডিসের লক্ষণ এবং উপসর্গ বলতে, চোখ এবং প্রস্বাবের রং হলুদ হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা, ক্ষুধামন্দা, জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপুনি দিয়ে জ্বর আসা, বমি ভাব, চুলকানি ইত্যাদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *