টেলি শিল্প সংগঠন টেলিকম সচিবকে চিঠি দিল সমস্যার কথা জানিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনাকালে টেলিকম পরিষেবার উপর নির্ভরতা বাড়লেও এই শিল্পের একাংশের দাবি, দেশে এই ব্যবসা চরম আর্থিক সঙ্কটে বিপুল করের বোঝা এবং অন্যান্য সরকারি পাওনা মেটানোর জেরে। সেই চর্চায় আরও ইন্ধন জুগিয়েছে ভোডাফোন আইডিয়ার (ভিআই) ভবিষ্যত্‍ নিয়ে আশঙ্কা প্রকাশ করে কুমার মঙ্গলম বিড়লার চেয়ারম্যান পদ ছাড়া। এই পরিস্থিতিতে এই শিল্পের সংগঠন সিওএআই কেন্দ্রীয় টেলিকম সচিব অংশু প্রকাশকে চিঠি দিয়েছে সমস্যার কথা জানিয়ে। তারা আরও দাবি করেছে, সংস্থাকে কর দিতে হয় আয়ের ৩২ শতাংশই। মেটাতে হয় এমনকি নানা রকম সরকারি ফি। ফলে তারা লগ্নি করতে পারছে না পুঁজির অভাবে। কর ও ফি কমানোর পাশাপাশি এমনকি তারা আর্জিও জানিয়েছে স্পেকট্রামের টাকা মেটানোর দায় ৭-১০ বছর স্থগিত রাখা, ২০ বছরের বদলে ৪০ বছর পর্যন্ত স্পেকট্রাম ধরে রাখার সুবিধা, ন্যূনতম মাসুল কাঠামো স্থির করারও।এ দিকে ভিআই এপ্রিল-জুনের লাইসেন্স ফি-র পুরোটাই মিটিয়েছে সরকারকে। উল্লেখ্য, বাজারে জল্পনা ছড়িয়েছিল, সংস্থাটি ১৫০ কোটি টাকা ঘাটতির মুখে পড়েছে ওই ফি দেওয়ার ক্ষেত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *