ট্রেড ইউনিয়নগুলি দাবি জানালো এ রাজ্যের বন্ধ চটকলগুলি খোলার জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : খুলতে হবে এ রাজ্যে বন্ধ হয়ে পরে থাকা সমস্ত জুটমিল। এমনটাই দাবী জানিয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত ২১টি ট্রেড ইউনিয়ন। পাশাপাশি এই ইউনিয়ন গুলি এমনকি লকডাউনে শ্রমিকদের সব রকম বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ারও দাবি করেছে। সোমবার কলকাতায় ইন্ডিয়ান জুটমিল অ্যাসোসিয়েশনের সামনে আয়োজন করা হয় এক প্রতিবাদ সভারও। সেখানে হাজির ছিলেন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন সহ ২১ ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরাও।এদিকে চটকল খোলা এবং শ্রমিকদের বকেয়া পাওনা মেটানোর পাশাপাশি ইউনিয়নের নেতারা আরও সাত দফা দাবি পূরণের কথাও জানিয়েছেন। তারপর সভা শেষে ইন্ডিয়ান জুটমিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে ওই সাত দফা দাবি সংবলিত এক স্মারকলিপিও জমা দেওয়া হয়।

ইউনিয়ন নেতাদের আরও অভিযোগ, মালিকরা এখনও বন্ধ রেখেছে একাধিক জুট মিল। এমনকি শ্রমিকরাও কোনো রকম বেতন পাচ্ছেন না দীর্ঘদিন ধরে ওইসব মিল বন্ধ থাকার কারণে। ফলে চরম আর্থিক দুর্দশা মধ্যে রয়েছে শ্রমিক পরিবারগুলিও। যদিও লকডাউনে বেতন কাটা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। সরকারি নির্দেশ মিল মালিকরা মানছে না বলে বেঙ্গল চটকল ইউনিয়নের সভাপতি দীপক দাশগুপ্ত অভিযোগ তুলেছেন। তিনি প্রশ্ন তোলেন ওইসব মিল মালিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *