দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে সারা দিন জল আসবে না শনিবার সকালের পর থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসে মেরামতির কাজ হবে । তাই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে সারা দিন জলসরবরাহ বন্ধ থাকবে শনিবার সকাল ১০টার পর থেকে। কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথাই জানানো হয়েছে। জল সরবরাহ ফের স্বাভাবিক হবে রবিবার সকাল থেকে। পাইপ লাইনের লিকেজ মেরামতির কাজ হবে এমনকি কালীঘাট, রানিকুঠি, গরফা, চেতলা, গলফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাস পাড়া, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, সেনাপল্লী, প্রফুল্ল পার্ক বুস্টার পাম্পিং স্টেশনে।

তা ছাড়াও বন্ধ থাকবে বেশ কিছু ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনও। কলকাতা পুরসভার তরফে এও বলা হয়েছে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ বেহালা-সহ ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ নম্বর বোরোর বিভিন্ন অংশে। তা ছাড়া মহেশতলা ও বজবজে যায় গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসের জলও।ওই সময়ে জল সরবরাহ করা হবে না এমনকি সেখানেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *