দলছুট দাঁতালের হানা তালড্যাংড়ায়! চরম আতঙ্কে গ্রামবাসীরা , কোনো দেখা নেই বনকর্মীদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সরকারি আধিকারিকরা হাতির তাণ্ডবে বিধ্বস্ত ক্ষেত জমি পরিদর্শন করেছিলেন কয়েকদিন আগেই। হাতির আক্রমণ নিয়ে তাঁদের নিজেদের অসুবিধার কথাও তুলে ধরেছিলেন এমনকি স্থানীয়রা। কিন্তু হাতিরা ফের লোকালয়ে আক্রমণ চালাচ্ছে জঙ্গলের পরিসর কমে যাওয়ায়। এবার দলছুট দাঁতাল হাতি হানা দিল বাঁকুড়ার তালড্যাংড়ার হাড়মাসড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা ওই দাঁতালকে ঘুরতে দেখেন বৃহস্পতিবার সকালে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন দলমা জঙ্গল থেকেই এই দাঁতালটি এসছে বলেই। এখনও সে ঘোরা ফেরা করছে লোকালয়ে। তাই আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, সকালে হাতিটিকে গ্রামে ঘোরা-ফেরা করতে দেখে বনবিভাগে খবর দেয় গ্রামবাসীরাই। তবে কোনও রকম দেখা মেলেনি বনকর্মীদের। এদিকে তাঁদের আরও দাবি, প্রতি বছরে হাতির দলের দেখা মেলে বাঁকুড়া উত্তর বনবিভাগের পাশাপাশি দক্ষিণ বনবিভাগের সারেঙ্গা, রানীবাঁধে এলাকায়। কিন্তু তালড্যাংড়ার এই এলাকায় প্রথম। বাসিন্দারা আরও জানিয়েছেন, ‘হাতিটি লোকালয়ে ঘুরে বেড়ালেও গ্রামে এখনও কোনও তাণ্ডব চালায়নি। এখন দলছুট দাঁতালটি শিলাবতী নদী পেরিয়ে যাচ্ছে খাতড়ার দিকে।’ তবে বনদফতরের আধিকারিকদের মতে, ‘ জঙ্গলে খাদ্যসংকটের কারণেই ক্রমশ হাতি ঢুকে পড়েছে লোকালয়ে। এখনও গ্রামে কোনও রকম ক্ষয়ক্ষতির খবর নেই তাঁদের কাছে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *