দাউদের সহযোগী গ্রেপ্তার হল জামশেদপুর থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কোলকাতা নিউজ :গুজরাতের এটিএস গ্রেপ্তার করল দাউদ ইব্রাহিমের সহযোগী আবদুল মজিদ কুট্টিকে । তাকে  গ্রেপ্তার করা হয় জামশেদপুর থেকে। প্রসঙ্গত, দাউদ ইব্রাহিম গুজরাত ও মহারাষ্ট্রে বিস্ফোরণের ছক কষেছিল ১৯৯৭  সালের প্রজাতন্ত্র দিবসে। আবদুল মজিদের বিরুদ্ধে  সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকারই  অভিযোগ রয়েছে।

এটিএস সূত্রে জানা গিয়েছে, আবদুল  গত কয়েক বছর ধরে ঝাড়খণ্ডে লুকিয়ে ছিল। সে  ক্রমাগত পালিয়ে বেড়াচ্ছিল গত ২৪  বছর ধরে। তার বিরুদ্ধে  অভিযোগ রয়েছে এমনকি ১০৬ টি পিস্তল, ৭৫০ টি কার্তুজ, চার কিলোগ্রাম বিস্ফোরক বিক্রি করারও ।১৯৯৩ সালের মুম্বইয়ে (তৎকালীন বম্বে) যে ধারাবাহিক বিস্ফোরণ হয়, তাতে  একমাত্র ছিল মূল ষড়যন্ত্রকারী ছিল দাউদই। ওই ধারাবাহিক বিস্ফোরণে ২৫৭ জনের মৃত্যু হয়েছিল।  আহত হয় কয়েকশো মানুষ। তার পর থেকেই পলাতক দাউদ ইব্রাহীম। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার আগেই জানিয়ে দিয়েছেন, দাউদ ইব্রাহিম যে পাকিস্তানে লুকিয়ে রয়েছে এখন সেটা আর গোপন নয়।  এদিকে ভারত পাকিস্তানকে বারবার বলেছে যে দাউদকে ভারতে প্রত্যার্পণ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *