দেশের ১৩ শহরে ৫জি পরিষেবা চালু হচ্ছে নতুন বছরেই, জানালো কেন্দ্র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশের ১৩টি বড় বড় শহরে ৫জি পরিষেবা চালু হচ্ছে নতুন বছরের শুরুতেই৷ সোমবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছে কলকাতা, গুরুগ্রাম, মুম্বই, চণ্ডীগড়, দিল্লি, লখনউ, হায়দরাবাদ-সহ মোট ১৩টি শহরে ৫জি পরিষেবা চালু করা হবে বলে৷

সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টেলিকম বিভাগের অর্থায়নে শেষ পর্যায়ে দেশে ৫জি প্রকল্প রুপায়নের কাজও৷ কাজ শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২১ মধ্যে৷ এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়া সহ টেলিকম অপারেটররা ৫জি ট্রায়াল সাইটগুলি প্রতিষ্ঠা করেছে গুরুগ্রাম, বেঙ্গালুরু, কলকাতা, মুম্বাই, চণ্ডীগড়, দিল্লি, জামনগর, আহমেদাবাদ, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনউ, পুনে এবং গান্ধী নগর শহরে ৷

এদিকে, টেলিকম দফতর সূত্রের দাবি, দেশে আগের তুলনায় প্রায় দেড়শোগুণ বৃদ্ধি পেয়েছে টেলিকম সেক্টরে বিদেশি বিনিয়োগও৷ ২০০২-২০১৪ পর্যন্ত দেশের টেলিকম সেক্টরে বিদেশি বিনিয়োগ ছিল ১ লাখ ৫৫ হাজার ৩৫৩ কোটি টাকা৷ ২০১৪-২০২১ সাল পর্যন্ত মাত্র বছরে ৬২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে৷ দেশের বড় ১৩টি শহরে ৫জি পরিষেবা রূপায়নে গত ৩৬ মাস ধরে কাজ করছে আটটি বড় কোম্পানি৷ কাজ করছে এমনকি আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইটি হায়দরাবাদ, আইআইটি মাদ্রাজ ইত্যাদি সংস্থাগুলিও ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *