পরিবহণ দপ্তর হাজার ই-বাস চালাবে শহর-শহরতলিতে , নামানো হবে ই-ভেসেল, অটোও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ঠিক হয়েছে, শুধু মাত্রই বৈদ্যুতিক বাস-অটোই নয়, ই-ভেসেলও নামানো হবে গঙ্গাবক্ষে। এই পরিকল্পনা নেওয়া হয়েছে গঙ্গাদূষণ কমিয়ে জলপরিবহণকে আরও ঢেলে সাজাতে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামিদিনে ডিজেল চালিত বাস না চালিয়ে যতটা সম্ভব পরিবেশ বান্ধব ই-বাস এবং ই-অটো চালানোর, এমনটাই খবর মিলেছে পরিবহণ দপ্তর সূত্রে। এ বিষয়ে সাহায্য নেওয়া হতে পারে বিশ্ব ব্যাঙ্কেরও। একইসঙ্গে দপ্তরসূত্রে খবর, সরকারি বাসে টিকিট চুরি আটকাতে এদিন পরিবহণমন্ত্রী আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও। কারণ টিকিট বিক্রি থেকে রোজগার অনেক কমে গিয়েছে বিধিনিষেধ ওঠার পর সরকারি বাস চালু হলেও। প্রায় বছর দেড়েক ধরে সেই অর্থে নজরদারি চালানো যায়নি করোনা পরিস্থিতিতে। আর তাতেই নিগমের রোজগার কমেছে। সেটাই চিন্তা বাড়িয়েছে পরিবহন দপ্তরের।

দপ্তরের এক আধিকারিক এও জানান, এদিন মন্ত্রী বৈঠক করেছেন দীর্ঘক্ষণ। আগামিদিনে সবক’টি মেট্রো প্রকল্পে পরিষেবা চালু হলে কীভাবে বাস এবং অটো রুটের বিন্যাস হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া ই-অটো বা ই-বাস যদি কেউ চালাতে চান সেক্ষেত্রে কী কী বিষয়ে তাঁদের ছাড় দেওয়া হবে সব কিছু নিয়েই এদিন আলোচনা হয়েছে। তবে মন্ত্রী বিশেষভাবে বৈদ্যুতিক ভেসেল নামানোর উপর জোর দিয়েছেন বলে জানা গিয়েছে। ভেসেলের ডিজাইন কী হবে, কত খরচ পড়বে কথা হয়েছে এমনকি তা নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *