পর্যকদের জন্য সুখবর, হাওড়া-দিঘা ট্রেন চালু হচ্ছে অবশেষে, দেখে নিন সময়সূচি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মানুষজন স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন আনলক পর্ব শেষ হয়ে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই চালু করে দিয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিও। ফলে হু হু করে বাড়ছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের ট্রেনের চাহিদাও। অপরদিকে যাত্রীদের ক্ষোভও ক্রমশ বাড়ছিল ট্রেন সংখ্যা সীমিত হওয়ায়।এমনকি লকডাউনের পর থেকে বন্ধ ছিল এ রাজ্যের সৈকতশহর দিঘাগামী ট্রেনগুলিও। যদিও এই রুটে কিছুদিন চালানো হয়েছিল শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনগুলিকে, তবে সেটার ভাড়া বেশি থাকায় ফাঁকাই যাচ্ছিল। ফলে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই রুটে চাহিদা রয়েছে সাধারণ এক্সপ্রেস ট্রেনের।অবশেষে দক্ষিণ পূর্ব রেল সেই চাহিদা পূরণ করতে চলেছে।

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে দক্ষিণ-পূর্ব রেল আরও জানিয়েছে,হাওড়া-দিঘা স্পেশ্যাল ট্রেন চালু হতে চলেছে আগামী ১৫ ফেব্রুয়ারি, সোমবার থেকেই। সোমবার ট্রেনটি চালু হবে উভয় প্রান্ত থেকেই। যদিও প্রথমে ট্রেনটি চলবে স্পেশাল ট্রেনের নামে, তবে ট্রেনটি চলাচল করবে পূর্ববর্তী তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময়সূচি মেনেই। অর্থাত্‍ প্রতিদিন ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে, দিঘা পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ। ফিরতি পথে দিঘা থেকে ট্রেনটি ছাড়বে ১০টা ৩৫ মিনিটে, আর হাওড়া পৌঁছাবে দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *