পাঁশকুড়ার কংসাবতী নদীর জল ক্রমাগত বাড়ছে প্রবল বৃষ্টি এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার কারণে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কংসাবতী নদীর জল ক্রমাগত বাড়ছে একদিকে প্রবল বৃষ্টি এবং অপরদিকে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায়।পাঁশকুড়ার কংসাবতী নদীর জল বইছে একরকম বিপদসীমার উপর দিয়েই। জলের চাপে নদীর বেশ কয়েকটি বাঁধে ফাটল দেখা দিয়েছে ইতিমধ্যেই, যার ফলে আতঙ্কও ছড়িয়েছে রীতিমতো। এমনকি বড় ফাটল ধরা পড়েছে পাঁশকুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তীলোন্দপুর এলাকায় নদীর পাড়ে। এছাড়াও ফাটল দেখা দিয়েছে ৩ নম্বর ওয়ার্ডে সেরহাটি সহ বিভিন্ন নদী পাড়েও।

ইতিমধ্যেই নদী পাড় মেরামতের কাজ শুরু করেছে সেচ দপ্তরের আধিকারিকেরা। নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় পাঁশকুড়ার১৮ নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকা মানুষজনও বেশ আতঙ্কিত। বৃষ্টির জলে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে গোবিন্দনগর, মাইসোরা, হাউর, রাধাবল্লভপুর, পাঁশকুড়া টাউন সহ বিস্তীর্ণ এলাকা। পাঁশকুড়া এলাকা মূলত নির্ভর করে সবজি চাষের উপরই। চাষীরাও ক্ষতির সম্মুখীন হয়েছেন সমস্ত সবজি জলের তলায় চলে যাওয়ায়। গতকাল সারারাত নদীপাড়ে টহল দিয়েছেন মহকুমা শাসক অভিরূপ মজুমদার, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার উদয়ন ভট্টাচার্য, পাঁশকুড়া বিডিও ধেনধূপ ভুটিয়া পাঁশকুড়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক সহ সের্চ দপ্তরের আধিকারিকেরা। নদীর জল একদিকে ক্রমাগত বাড়ছে ঠিক তেমনই মুকুটমণিপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় তা এখন গোটা এলাকাবাসীর কাছে দাঁড়িয়েছে গোদের ওপর বিষফোঁড়া হয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *