পেঁয়াজের দাম হতে চলল প্রায় ১০০ টাকার দোরগোড়ায় ! মাথায় হাত পড়লো মধ্যবিত্ত মানুষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কেজি প্রতি পেঁয়াজের দাম প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই হতে চলল উত্‍সবের মরশুমে। এখন আম জনতার চোখে জল আসছে প্রতিদিনের অত্যাবশ্যকীয় এই আনাজেরক্রমাগত মূল্যবৃদ্ধির ঝাঁঝে। পেঁয়াজের দাম বেড়ে এ বার দাঁড়ালো ৮০ টাকা প্রতিকিলো। সেটা আবার কোনও কোনও জায়গায় ৯০ টাকা বা তারও বেশি। এই পরিস্থিতিতে যে কোনওদিন সেঞ্চুরি করে ফেলতে পারে পেঁয়াজএর দাম। পুজোর শুরুতে যেখানে দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকা প্রতি কেজি । সেই দামই গত এক সপ্তাহে মাত্রা ছাড়ালো লাগাম ছাড়া ভাবে।

তবে তেমন কোনও রকমের হেরফের হয়নি আলুর দামের ক্ষেত্রে। জ্যোতি আলু ৩৪ টাকা আর চন্দ্রমুখি কোথাও ৩৮ কোথাও ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি আলাদা করে বাড়েনি সবজির মূল্যও। পটল ৬০ টাকা, কুমড়ো ৩০ টাকা থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৩০ টাকা পিস, বাঁধাকপি ৫০ টাকা কেজি। টম্যাটো ৮০ টাকা কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *