প্রতিদিন কলকাতায় ৫০০-র বেশি আক্রান্ত হলেও কনটেনমেন্ট জ়োন এর সংখ্যা মাত্র ৩টি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ জন করে কোরোনায় আক্রান্ত হচ্ছে শহর কলকাতায়। কিন্তু দেখা যাচ্ছে এই পরিস্থিতির মধ্যেও শহরে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা মাত্র তিনটি। আর এই নিয়েই প্রশ্ন উঠছে নানা মহলে৷ প্রতিদিনই যেখানে ৫০০ জন সংক্রমিত হচ্ছে সেখানে এত কম কেন কনটেনমেন্ট জ়োনের সংখ্যা? এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, গত তিন মাস আগেও যেখানে মাসে প্রায় ৮০০ জন করে আক্রান্ত হচ্ছিল নোবেল কোরোনায়। এখন ক্রমশ কমছে সংক্রমণের সংখ্যা। একসঙ্গে অনেক জন সংক্রমিত হচ্ছে না একই বাড়ি বা আবাসনে।

তাঁর আরও দাবি, এখন বিক্ষিপ্তভাবে কোরোনার সংক্রমণ হচ্ছে শহরের নানা এলাকায়।একসঙ্গে অনেকে সংক্রমিত হচ্ছে না একই এলাকায়৷ তাই কোনো এলাকাকেও ঘোষণা করা হচ্ছে না কনটেনমেন্ট জ়োন হিসেবে।যারা আক্রান্ত হচ্ছে তারা সব বাড়িতে হোম আইসোলেশনে থাকছে স্বেচ্ছায়। যাদের সেই সুযোগ নেই তারা রয়েছে বিনামূল্যে সরকারি কোয়ারানটিন সেন্টারে গিয়ে। তাই আর কোনো কনটেনমেন্ট জ়োনেরও ঘোষণা করার ও প্রয়োজন হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *