প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী আহ্বান জানালো রেকর্ড সংখ্যক ভোট দানের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ রাজ্য জুড়ে চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব । ভোটগ্রহণ চলছে মূলত দক্ষিণ ২৪ পরগনার ১১, আলিপুরদুয়ারে ৫, কোচবিহারে ৯, হুগলির ১০, হাওড়ার ৯টি আসনে। সকাল থেকেই ভোটগ্রহণ চলছে ৫ জেলার ৪৪ টি আসনে । ২০১৬ বিধানসভা নির্বাচনে এই আসন গুলির মধ্যে ৩৯ টি আসনে জিতেছিল তৃণমূল। ২০১৯ এর লোকসভা নির্বাচনে ৪৪ টি আসনের মধ্যে বিজেপি এগিয়েছিল ১৯ টি আসনে তৃণমূল এগিয়েছিল ২৫টিতে ।

আজ সকালে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটদানের আহ্বান জানিয়ে টুইট করেছেন বাংলায় চতুর্থ দফার ভোট শুরু হতেই। নরেন্দ্র মোদি টুইটে লিখেছেন, চতুর্থ দফার ভোট শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। আজকের ভোট দাতাদের কাছে আহ্বান জানাচ্ছি রেকর্ড সংখ্যায় ভোটদানের। বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানাচ্ছি তরুণ এবং মহিলা ভোটারদের।

অন্যদিকে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইটে লিখেছেন, আমি বাংলার সকল মা ভাই ও বোনেদের আবেদন করব, সকলেই আজ প্রয়োগ করুন বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার।দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন, তৃপ্তি এবং দুর্নীতিমুক্ত সরকারের পক্ষে আপনার ভোট পশ্চিমবঙ্গের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করবে। সবাইকে বিশেষত প্রথমবারের ভোটারদের বেরিয়ে এসে বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *