প্রশাসনিক জনপ্রতিনিধিরা পরিদর্শন করে গেলেন করনদীঘির বন্যা কবলিত এলাকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করনদীঘি ব্লক প্রশাসনের কর্তাব্যক্তি সহ স্থানীয় জন প্রতিনিধিরা পরিদর্শন করে গেলেন করনদীঘি থানার বন্যা কবলিত এলাকা । মঙ্গলবার সারাদিন ধরে করনদীঘির বিধায়ক মনোদেব সিংহ, সমষ্টি উন্নয়ন অাধিকারিক বিজয় মোক্তান, থানার আইসি পরিমল সাহা সহ অন্যান্যরা বিস্তীর্ন এলাকা পরিদর্শন করেন।

যুবনেতা আজাদ আলী জানিয়েছেন,বাংলাদেশ সীমান্তবর্তী ধাওতা, দলুয়াখাড়ী, ভোপলা, খুরকা সহ বিভিন্ন গ্রামে এদিন পরিদর্শন করা হয়েছে। বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখা হয়েছে যন্ত্রচালিত নৌকাতে । এলাকাতে ফসলের ব্যপক ক্ষতি লক্ষ্য করা গেছে।এই গ্রামের মানুষেরা ভীষন দুর্ভোগে পড়েছেন নাগর নদীর ভাঙনের জেরে । ১০০ টি বাড়ী ভেঙে পরেছে। প্রথম থেকেই মানুষের সাথে আছে ব্লক প্রশাসন। জেলা পরিষদ কর্মাধ্যাক্ষ সোহারবানু বলেন, ব্লক প্রশাসনকে জানানো হয়েছে মানুষের দুর্দশার কথাও। জল বেড়ে যাওয়াতে জমিতে থাকা শস্য একেবারে নস্ট হয়ে গেছে। মঙ্গলবারে পুনরায় বৃস্টি না হওয়াতে জম ধীরে ধীরে কমছে। কৃষি বিভাগকে তুলাইপান্জি ধানের বীজ সরবরাহের আবেদন জানানো হয়েছে। বৈঠক করা হয়েছে অন্যান্য ক্ষয়ক্ষতি নিয়েও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *