ফসল কেটে রাখুন নিরাপদ জায়গায় ,কৃষি দপ্তরের এমনি নির্দেশ ঘূর্ণিঝড় ‘যশ’ আছড়ে পড়ার আগে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের আরও একটি ঘূর্ণিঝড় বছর ঘুরতে না ঘুরতেই । বাংলা-ওড়িশা উপকূলে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে আগামী ২৫-২৬ মে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত রকমের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন সেই ঘূর্ণিঝড় মোকাবিলায়। উপকূলবর্তী জেলাগুলিকেও এমনকি প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর এবার রাজ্যের কৃষি দপ্তর নির্দেশিকা জারি করল কৃষকদের ফসল রক্ষার জন্য।

সেখানে বলা হয়েছে,
১) মাঠে যাদের ফাঁকা বোরো ধান রয়েছে সেগুলি গুদামজাত করার ব্যবস্থা করতে হবে খুব শীঘ্রই।
২) দ্রুত কেটে নিরাপদ জায়গায় রাখতে হবে তৈলবীজ ,ডাল জাতীয় শস্যগুলি।
৩) ঝড়ে বিশেষত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে পেঁপে, কলাগাছ সহ ছোট গাছগুলির। সেগুলো যাতে ভেঙে না পড়ে সেই ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
৪) পাটচাষ ও তিল চাষের জমি থেকে যাতে দ্রুত বৃষ্টির জল বেরিয়ে যায় নজর রাখতে বলা হয়েছে সেদিকেও।
৫) শক্ত করে কিছুর সাথে বেঁধে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে সবজির মাচা, পানের বোরোজকে যাতে সেই সেগুলি ভেঙে না যায়।
৬) সবজি চাষের জমিতে যাতে খুব দ্রুত বৃষ্টির জল বের করা যায় সে জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পর যাতে ছত্রাক নাশক স্প্রে করা হয় তারও নির্দেশ দেওয়া হয়েছে।
৭) এই সমস্ত কাজ গুলির সময় নির্দেশ দেওয়া হয়েছে কোভিড প্রোটোকল মেনে চলারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *