ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায় , সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হল খাদ্য শস্যর গুদাম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভোরের শহর ফের সাক্ষী থাকল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের।এমনকি গুদামের কাঁচামালের মত সামগ্রী ও পণ্যও পুড়ে ছাই হল খাদ্য শস্যের গুদামে আগুন লেগে । ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা থানা এলাকায়।

জানা গেছে, ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে উল্টোডাঙা থানা এলাকার ১৬ নম্বর আরিফ রোডের একটি খাদ্য শস্যের গুদামের প্রসেসিং ইউনিটে। গুদামে ডাল, আটা এবং বেসন ঠাসা ছিল। ফলে আগুন সহজেই ছড়িয়ে পড়ে। লাগোয়া দাসপাড়া বস্তির বেশিরভাগ বাসিন্দা যুক্ত এই ডাল থেকে বেসন তৈরির পেশায়। তাই এখানে গায়ে ঘেঁষে এরকম ছোট বড় প্রায় গোটা আটটি গুদাম আছে। একটি গুদামের আগুন লাগোয়া আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে মিনিট পনেরোর মধ্যে।

এলাকায় তুমুল উত্তেজনা ও ভীতি ছড়িয়ে পড়ে এই ঘটনায়। এমনকি দমকলও আসে আগুন নিয়ন্ত্রণে আনতে। মানিকতলা ফায়ার স্টেশন থেকে প্রথমে তিনটি, এবং পরে আরও সাতটি ও শেষে দুটি, অর্থাৎ মোট বারোটি ইঞ্জিন আসে আগুন নেভানোর কাজে ৷ যদিও প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয় দমকলকে। আগুনের উৎসে পৌঁছতে দমকলকেও বেশ বেগ পেতে হয় সঙ্কীর্ণ বস্তির গলি এবং সরু রাস্তার ফলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *