ফের জালিয়াতি LIC-তে, প্রতারণা থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলো আধিকারিকরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বর্তমানে যুগে মানুষ যত উন্নত প্রযুক্তির ব্যবহার শিখছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা, জালিয়াতির মতো ঘটনাও । প্রতারকেরা অনলাইন ব্যাংকিং, এটিএম জালিয়াতির পাশাপাশি টাকা হাতিয়ে নিচ্ছে LIC গ্রাহকদের থেকেও।জীবন বীমার কথায় সবার প্রথমে নাম আসে LICI এর। বর্তমানে LIC আধিকারিকদের থেকে LIC প্রতারণার বিষয়ে জানা গেছে যে, প্রতারক ব্যাক্তিরা গ্রাহকদের ফোন করে ভুলভাল তথ্য প্রদান করে ভুয়ো LICI আধিকারিক সেজে এছাড়াও বাধ্য করে পলিসি স্যারেন্ডার করতেও।

স্যারেন্ডারের পর বেশ ভালো অঙ্কের টাকা ফেরত পাওয়ার প্রলোভন দেখিয়ে এবং তারা ব্যবস্থা করে তার অংশীদারিত্বেরও। আর এখানেই শেষ নয় আরও বেশি টাকা লাভের লোভ দেখিয়ে সেই টাকা অন্য জায়গায় ইনভেস্ট করতেও পরামর্শ দেওয়া হয়। এরফলে গ্রাহকেরা শিকার হয় আর্থিক জালিয়াতির মতো ঘটনারও।এরকম কয়েকটি ঘটনা ক্রমাগত ঘটার পর গ্রাহকদের বারবার সাবধান করা হয়েছে LIC -র পক্ষ থেকে। তারা আরও বলেছেন যে, তাদের সংস্থা কখনোই ফোন করে পলিসি স্যারেন্ডারের কথা বলে না। তারা গ্রাহকদেরকে এরকম ভুয়ো ফোনে বিশ্বাস না করার কথাই বলছেন। যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তবে অফিশিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি অফিসে যোগাযোগ করার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *