ফের ভারত বনধের ডাক দিলো আন্দোলনরত কৃষক নেতারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিক্ষোভকারী কৃষক নেতারা ফের ভারত বনধের ডাক দিলেন। দেশব্যপী এই বনধের সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার এক বৈঠকের পর। এমনকি কৃষি আইনের প্রতিবাদে এই কৃষক বিক্ষোভ চার মাস পূর্ণ করল। কৃষক নেতা বুটা সিং বুর্জগিল আরও জানান এই ভারত বনধের পাশাপাশি, কৃষক নেতারা ১৫ই মার্চ সামিল হবেন দেশ জোড়া বিক্ষোভেও। মূলত বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি এই বিক্ষোভ দেখাবে। তাদের আরও দাবি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সম্পর্কে কেন্দ্র সম্পূর্ণ ভাবে উদাসীন। অবিলম্বে এর দাম কমাতে হবে। এরই সঙ্গে তাঁরা প্রতিবাদও জানাবেন রেলের বেসরকারিকরণের বিরুদ্ধেও।

কৃষক বিক্ষোভ চার মাস পূর্ণ করবে ২৬শে মার্চ। দেশজোড়া বিক্ষোভ ও বনধের ডাক দেওয়া হয়েছে সেই দিনটিকেই সামনে রেখে। সিঙ্ঘু বর্ডারের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দেশজুড়ে যে বনধের ডাক দেওয়া হয়েছে, তা পালন করা হবে শান্তিপূর্ণ পদ্ধতিতেই। সকাল থেকে বিকেল পর্যন্ত ডাক দেওয়া হয়েছে এমনকি ভারত বনধেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *