বাগদায় ১৮ জনের মৃত্যু হল শব দাহ করতে যাওয়ার পথে ট্রাক উল্টে , আহত একাধিক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উত্তর ২৪ পরগনার বাগদায় চরম শোকের ছায়া নেমে এলো গতকাল সাত সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায়। নদীয়া জেলার হাঁসখালি থানা এলাকায় ট্রাক উল্টে মর্মান্তিকভাবে ১৮ জনের মৃত্যু হল বাগদা থেকে ‌মৃতদেহ সৎকারে নিয়ে যাওয়ার পথে। এছাড়াও আহতের সংখ্যা একাধিক। সূত্রে জানা গেছে, মৃতের তালিকায় রয়েছে এমনকি একই পরিবারের মোট ১৩ জনও। জানা গেছে এরা সকলেই উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পারমাদন এলাকার বাসিন্দা বলেই।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বয়সজনিত কারণে মারা যান বাগদার পারমাদন উত্তরপাড়া এলাকার বাসিন্দা গোপাল মুহুরীর স্ত্রী শিবানী মুহুরী (‌৭০)‌। শনিবার রাত সাড়ে ১২ টা নাগাদ শিবানী দেবীর পরিবার এবং স্থানীয় লোক মিলিয়ে মোট ২৭ জন একটী মিনি ট্রাক করে বাগদা থেকে নদীয়ার নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন শিবানী দেবীর মৃতদেহ সৎকার করার জন্য। ওই মিনি ট্রাকটি রাস্তার ধারে পাথর বোঝাই ট্রাকে ধাক্কা মারে নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায়। সাথে সাথেই ওই মিনি ট্রাকটিকে ধাক্কা মারে আরও একটি চলন্ত ট্রাক। ঘটনাস্থলে উল্টে যায় মিনি ট্রাকটি। স্থানীয়দের উদ্যোগে আহতদের কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ১৮ জনকে মৃত বলে ঘোষনা করেন।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ১ জন শিশু সহ ৭ জন মহিলা রয়েছে। জানা গেছে আহতদের মধ্যে ১ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলেও।এছাড়াও স্থানীয় পুলিশ জানিয়েছে মৃতা শিবানী দেবীর পরিবারের যারা ওই মিনি ট্রাকে ছিলেন তাঁদের প্রত্যেকেই মারা গেছেন বলেও।পারমাদন গ্রামেও গভীর শোকের ছায়া নেমে এসেছে অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *