বাজারে এবার আসতে চলেছে কুড়ি টাকার নতুন কযেন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার থেকে বাজারে আনা হবে কুড়ি টাকার কয়েন । অর্থমন্ত্রকের পক্ষ থেকে একথাই ঘোষণা করা হয়। এই কুড়ি টাকার কয়েন দেখতে হবে ১২ বাহুবিশিষ্ট বহুভুজের মতো । এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি নোটিফিকেশনও জারি করেছে। নতুন এই কয়েন ২৭ মিলিমিটার ব্যাসের ১০ টাকার কয়েনের মতো দেখতে হলেও প্রান্তভাগে কোনও চিহ্ন থাকবে না। বাইরের দিকের রিংটিতে থাকবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা এবং ২০ শতাংশ নিকেল। ভিতরের দিকের অংশে থাকবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ দস্তা এবং ৫ শতাংশ নিকেল।

বছর দশেক আগে ২০০৯ সালের মার্চে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ১০ টাকার কয়েন চালু করে। এখনও পর্যন্ত এই কয়েনটির আকার পরিবর্তন হয়েছে ১৩ বার। এর জেরে অনেক বিভ্রান্তিও তৈরি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, অনেকসময় ১০ টাকার কয়েনকে জাল বলে দাবি করে কয়েকজন ব্যবসায়ী তা নিতে চায় না। যদিও গতবছর RBI পক্ষ থেকে জানানো হয়েছে যে এই চোদ্দো ধরনের কয়েনই বৈধ। এই বিষয়ে RBI জানিয়েছে, নোটের থেকে কয়েন বেশি টেকসই। এগুলি বহুদিন ধরে চালানো যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *